Friday, February 24, 2017

রোজার শর্তাবলী


রোজার শর্ত দুইপ্রকার:
  • রোজা সহীহ হওয়ার শর্ত।
  • রোজা ওয়াজিব হওয়ার শর্ত।
রোজা ওয়াজিব হওয়ার জন্য যেসব জিনিষের প্রয়োজন তাকে শারায়াতে সিহহাত বলে এবং হওয়ার জন্য যা প্রয়োজন তাকে শারায়াতে অযুব বলে।
রোজা ওয়াজিব হওয়ার শর্ত
১. ইসলাম।কাফেরের উপর রোজা ওয়াজিব নয়।
২. বালেগ হওয়া। নাবালেগের উপর রোজা ওয়াজিব নয়।
অবশ্যি অভ্যাস সৃষ্টি করার জন্য নাবালেগ ছেলেমেয়েদের উপর রোজা রাখতে বলা উচিৎ। যেমন নামাজ পড়বার অভ্যাস করবার তাগিদ হাদীসে করা হয়েছে। তেমনি রোজা রাখবার জন্যও প্রেরণা দেওয়া হয়েছে। যারা ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে তাদেরকেই শুধু রোজা রাখতে বলা হয়েছে। এ ব্যাপারে বাড়াবাড়ি ভালো নয়।
৩. রমজানের রোজা ফরজ হওয়া সম্বন্ধে জানা থাকা।
৪. মাযুর বা অক্ষম না হওয়া। অর্থাৎ এমন কোন ওজর না থাকা যাতে রোজা না থাকার অনুমতি রয়েছে, সফর, বার্ধক্য, রোগ, জিহাদ, ইত্যাদি।
রোজা সহীহ হওয়ার শর্তাবলী
১. ইসলাম। কাফেরের রোজা সহীহ নয়।
২. মহিলাদের হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া।
৩. নিয়ত করা। অর্থাৎ মনে মনে রোজা রাখার ইরাদা করা। রোজা রাখার ইরাদা ছাড়া কেউ সারাদিন যদি ঐসব জিনিস থেকে বিরত থাকে যার থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাহলে তার রোজা হবে না।
 

0 comments:

Post a Comment