দ্বীনের দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার পরিণতি।

 

কালেমার হক্বের অবমাননার অর্থ কি?

" হুজুরে পাক (:) বলেন, কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহ যারা পাঠ করবে যতক্ষন তারা এর হক্বের অবমাননা না করবে, ততক্ষন তা তাদের উপকার করতে থাকবে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর! কালেমার হক্বের অবমাননার অর্থ কি? হুজুর (:) জবাব দিলেন, যখন আল্লাহর নাফরমানী প্রকাশ্যে করা হয় এবং তা বন্ধ করার কোন চেষ্টাই করা হয় না " -(তারগীব) 

পাপ কাজে কেউ বাধা না দিলে সকলে আজাবে পতিত হয়।


নবীয়ে কারীম (:) বলেন, "যদি কোন ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় এবং কওমের লোকেরা শক্তি থাকা সত্বেও তাকে বাধা প্রদান করে না, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাদের উপর আল্লাহর আজাব অবতীর্ণ হবে" -( আবু দাউদ, ইবনেমাজা)

আম্মাজান হজরত আয়শা সিদ্দিকা (রা:) বলেন, একদিন হুজুর পাক (সা:) আমার ঘরে আসলেন, আমি হুজুর (:) এর চেহারা মোবারকের দিকে লক্ষ্য করে অনুভব করলাম ,নিশ্চয় কিছু একটা ঘটেছে হুজুর (:) কারো সাথে কোন কথা না বলে অজু করে মসজিদে চলে গেলেন আমি হুজুর (:) এর কথা শুনবার জন্য ঘরের দেওয়ালে কান লাগিয়ে দাড়িয়ে গেলামহুজুর (:) মিম্বরে উঠে প্রথমে আল্লাহ তায়ালার প্রশংসা করলেন পরে বললেন- হে লোক সকল! আল্লাহ পাক বলেন, তোমরা সত্কাজের আদেশ কর এবং অসত্কাজের নিষেধ করতে থাক হয়ত এমন সময় এসে পরবে, তোমরা দোয়া করবে আমি তা কবুল করব না, তোমরা ছওয়াল করবে আমি তা পুরন করব না, আর তোমরা শত্রুর বিরুধ্যে আমার কাছে সাহায্য চাইবে কিন্তু আমি সাহায্য করব না হুজুর (:) এপর্যন্ত বলে মিম্বর থেকে নেমে আসলেন"- (ইবনে মাজা) .

ওহীর বরকত হতে কেন বঞ্চিত হয় ?

হুজুর (:) বলেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে তখন ইসলামের মর্যাদা তাদের অন্তর থেকে উঠে যাবে ইং যখন তারা সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধ করা ছেড়ে দিবে তখন ওহীর বরকত থেকে বন্চিত হয়ে যাবে আর যখন তারা পরস্পর গালিগালাজ আরম্ভ করবে তখন আল্লাহর রহমতের দৃষ্টি থেকে মাহরুম হয়ে যাবে -(তিরমিজি)



প্রাপ্তি স্বীকারঃ এই পেইজের কন্টেন্ট গুলি শাইখুল হাদীস আল্লামা যাকারিয়া সাহেব কান্দালভী (রহঃ) রচিত 'ফাযায়েলে আমল' নামক কিতাবের ফাযায়েলে তবলীগ অংশ থেকে সরাসরি নেওয়া হয়েছে। ক্বুরআনুল কারীমের এবারত এবং ইংরেজী অনুবাদের জন্য http://www.quranwow.com এর সহযোগীতা গ্রহন করেছি, এছাড়া অনলাইনে অনেকের সহযোগীতা গ্রহন করেছি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ যেন সকলকে যাঝায়ে খাইর (উত্তম বিনিময়) দান করেন। আমিন

0 comments:

Post a Comment