Monday, November 14, 2016

কালেমার হক্বের অবমাননার অর্থ কি?




  " হুজুরে পাক (:) বলেন, কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহ যারা পাঠ করবে যতক্ষন তারা এর হক্বের অবমাননা না করবে, ততক্ষন তা তাদের উপকার করতে থাকবে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর! কালেমার হক্বের অবমাননার অর্থ কি? হুজুর (:) জবাব দিলেন, যখন আল্লাহর নাফরমানী প্রকাশ্যে করা হয় এবং তা বন্ধ করার কোন চেষ্টাই করা হয় না " -(তারগীব)  
এখন আপনারাই একটু চিন্তা করে দেখুন বর্তমান সময়ে আল্লাহর নাফরমানীর কোন সীমারেখা কি আছে? এবং এসব বন্ধ করার বা মাত্রা কমাইবার কোন চেস্টা কি চলছে? উত্তরে বলবেন নিশ্চয় না এরূপ ভয়াবহ পরিস্থিতিতে মুসলমান যে এখনো দুনিয়ার বুকে টিকে আছে এটা আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ মাত্র মা হজরত আয়শা সিদ্দিকা (রা:) হুজুর (:) কে জিজ্ঞাসা করেন, দুনিয়াবাসীর উপর যদি আল্লাহর আজাব অবতীর্ণ হয় তবে দ্বীনদার লোকের ক্ষতির আশংকা রয়েছে কি? হুজুর (:) উত্তর দেন, দুনিয়াতে সকলেই সমানভাবে ক্ষতিগ্রস্থ হবে তবে আখিরাতে পুন্যবান লোকেরা গোনাহগারদের নিকট থেকে পৃথক হয়ে যাবে একারনে যারা নিজ দ্বীনদারীর উপর সন্তুষ্ট হয়ে লোক সমাজ থেকে গা ঢাকা দিয়া নির্জনে বসে আছেন তারা যেন নিশ্চিন্ত না থাকেন কারন আল্লাহ না করুন, যদি পাপের দ্বারা আজব এসে পরে তবে তার স্বাদ সকলকেই ভোগ করতে হবে

0 comments:

Post a Comment