كُنْتُمْ خَيْرَ
أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ
عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ
الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ ۚ مِنْهُمُ الْمُؤْمِنُونَ
وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
You are the best
community that ever emerged for humanity: you advocate what is moral,
and forbid what is immoral, and believe in Allah. Had the People of the
Scripture believed, it would have been better for them. Among them are
the believers, but most of them are sinners.
" তোমরা সর্বশ্রেষ্ঠ
জাতি।
মানুষের মঙ্গলের
জন্যই তোমাদেরকে
বের করা
হয়েছে।
তোমাদের শ্রেষ্ঠত্বের
কারন এই
যে, তোমরা
সৎকাজের আদেশ
করে থাক
ও অসৎ
কাজে বাধা
প্রদান করে
থাক এবং
আল্লাহর উপর
ঈমান আনিয়া
থাক।
(আল কোরআন ৩ঃ১১০
) মুসলমান যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং
সেরা উম্মত
বহু হাদিসের
দ্বারা সেটা
প্রমাণিত হয়েছে,
কোরআনে পাকেও
বিভিন্ন আয়াতে
তা উল্লেখ
আছে।
উল্লেখিত আয়াতেও
মুসলমানদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষনা
করা হয়েছে
এবং তাদের
শ্রেষ্ঠত্বের কারনও বর্ননা করা হয়েছে। তা
এই যে
আমরে বিল
মা'রুফ,
নেহি অনিল
মোনকার অর্থাৎ
সৎকাজের আদেশ
ও অসৎ
কাজের নিষেধ। মোফাচ্ছেরগন
লেখেছেন, এই
আয়াতে আমরে
বিল মা'রুফ, নেহি
অনিল মোনকারকে
ঈমানের পূর্বেই
বলা হয়েছে। অথচ
ইমান সকল
এবাদতের মূল!
তার একমাত্র
কারন এই
যে ,ঈমানের
ব্যপারে সকল
উম্মতই সমমর্যাদা
সম্পন্ন।
বিশেষত্বের কারনে উম্মতে মোহাম্মদী অন্যান্য
উম্মতের চাইতে
শ্রেষ্ঠতর বলে সনদ পেয়েছেন।
তা হচ্ছে
উপরোক্ত আমরে
বিল মা'রুফ, নেহি
অনিল মোনকার। অতএব
ঈমানের পূর্বেই
তার উল্লেখ
করা হয়েছে। এবং
যেহেতু ইমান
ছাড়া কোন
আমলই গ্রহনযোগ্য
নয় সে
জন্য সাথে
সাথেই শর্ত
স্বরূপ ঈমানের
বর্ননা করা
হয়েছে।
তবে দাওয়াতের
কাজ এই
উম্মতের বৈশিষ্ট
হওয়ার অর্থ
এই যে,
উক্ত কাজের
জন্য বিশেষ
এহ্তেমাম বা
ব্যবস্থা করতে
হবে, শুধুমাত্র
চলাফেরায় দুই একটা তাবলিগ করে
দেওয়াই যথেষ্ট
নয়।
কারন এরূপ
মোখতাছার্ তাবলিগ তো পূর্ববর্তী উম্মতদের
মধ্যেও প্রচলিত
ছিল।
তবে এই
উম্মতের শ্রেষ্টত্ব
বিশেষ গুরুত্বের
সাথে তাবলীগের
কাজ করার
কারনেই সাব্যস্থ
হয়েছে।
0 comments:
Post a Comment