নামাজ ইসলামের পঞ্চভিত্তির ২য় ভিত্তি। আমাদের মুসলীমদের জীবনে কালেমার পরেই গুরুত্বপূর্ন এবাদত হলো নামাজ। ক্বিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
অথচ আমি জীবনভর যত নামাজ পড়েছি,
তার মধ্যে কতটুকু আসলে নামাজ হিসেবে পরিগনিত হয়েছে?
কতগুলি মারাত্বক ভুল হয়েছে ; যার কারনে নামাজ নষ্ট হয়?
কয় রাকায়াত নামাজ রাসুলুল্লাহ (সাঃ) এর শিখানো তরীকায় হয়েছে?
কয়টি রুকু সিজদাহ সঠিকভাবে আদায় করেছি?
প্রিয় বন্ধুগন, আমরা যারা নামাজ পড়ি, অবশ্যই আল্লাহ তায়ালাকে রাজী খুশি করার জন্যে। কিন্তু অনেক কিছুই আছে যা না জানা থাকার কারনে আমার নামাজ আল্লাহর রেজামন্দির কারন নাহয়ে গোস্বার কারন হচ্ছে!! অথচ আমরা বে-খবর!!!
আসুন এ বিষয়েই একটি অসাধারন বয়ান শুনি। আশা করি অনেক ভুলই সংশোধন হয়ে যাবে আমাদের।
আলোচকঃ ডঃ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহঃ)
0 comments:
Post a Comment