وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنْفَعُ الْمُؤْمِنِينَ
And remind, for the reminder benefits the believers
" হে মোহাম্মদ (স:)
আপনি মানুষকে
নছিহত করতে
থাকুন, কেননা
নছিহত করলে
নিশ্চয় মোমেনদের
উপকার হবে" মুফাসসিরীনে কেরামের মতে এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত
হয় যে,
কোরআন শরীফের
আয়াত শুনিয়ে
দ্বীনের দাওয়াত
দিতে হবে।মোমেনদের
বেলায় তা
তো সুস্পষ্ট; বরং কাফেরদের বেলায়ও এটা কার্যকরী।
কেননা আয়াতের
বরকতে ইনশাল্লাহ
অচিরেই তারা
মোমেনদের দলভুক্ত
হয়ে যাবে। বর্তমানে
ওয়াজ নছিহতের
দরওয়াজা প্রায়
বন্ধ হয়ে
গেছে।
কেননা আজকাল
ওয়াজের উদ্দেশ্য
হল কি ভাবে প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করার দ্বারা
মানুষের প্রশংসা
পাওয়া যায়। হুজুরে
পাক (স:)
এরশাদ করেন, "যে ব্যক্তি
অন্যকে নিজের
দিকে আকৃষ্ট
করার উদ্দেশ্যে
বক্তৃতা শিখে,
কেয়ামতের দিন তার ফরজ এবং
নফল কোন
এবাদতই কবুল
হবে না।"
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করেন(আমিন)
0 comments:
Post a Comment